রাজধানীর ইসলামবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার মধ্য থানার উদ্যোগে রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি ঢাকা-৭ আসনের গণমানুষের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআইয়ের পরিচালক হাজী এনায়েত উল্লাহ।

চকবাজার মধ্য থানা আমির জাফর ইকবালের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ওহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। আরও বক্তব্য রাখেন চকবাজার বংশাল জোনের সহকারী পরিচালক আহসান উল্লাহ ও চকবাজার দক্ষিণ থানা আমির আনিছুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিশে শূরা সদস্য যথাক্রমে হাফিজুর রহমান, আবুল কাশেম, কাজী খুরশেদ আলম, শামসুদ্দিন প্রমুখ।
