হাজারীবাগ দক্ষিণ থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) ভাই-বোনদের নিয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যমণ্ডিত মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলজুড়ে ছিল পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও শান্তির এক অনন্য বার্তা।

সভায় সভাপতিত্ব করেন ১৩টি মন্দিরের কার্যকরী কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন রায়। দিকনির্দেশনামূলক প্রধান বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি সম্প্রীতি, ন্যায়বিচার ও সমঅধিকারের ভিত্তিতে একটি শান্তিময় নগর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের ভিন্ন ধর্মাবলম্বী কমিটির সেক্রেটারি জনাব শেখ শরিফ উদ্দিন আহমেদ, হাজারীবাগ দক্ষিণ থানার আমীর আখতারুল আলম সোহেল, ১৩ মন্দির কমিটির সেক্রেটারি বাবু নাদিম কুমার দাস, সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি বাবু অলোক কুমার দাস, এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবদুল হাকিম খান।

সভার আলোচনায় সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা উঠে আসে। আয়োজক পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে শান্তি, নিরাপত্তা, সম্প্রীতি ও নাগরিক অধিকারের প্রশ্নে কেউ বাদ পড়বে না। ধর্মীয় বৈচিত্র্যকে শক্তি হিসেবে নিয়ে ঢাকা-১০ আসন একটি ন্যায়ভিত্তিক ও সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
