বাংলাদেশ জামায়াতে ইসলামী গেন্ডারিয়া পশ্চিম থানার ধূপখোলা মাঠের দক্ষিণ পার্শ্বে জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ড. আব্দুল মান্নানের উদ্যোগে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।


এখানে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌন রোগ, শিশু ও গাইনি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এলাকার সাধারণ জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে সকলে উচ্ছ্বসিতভাবে প্রশংসা করেছে।
