বাংলাদেশ জামায়াতে ইসলামী গেন্ডারিয়া থানার (৪০ নং ওয়ার্ড) উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা–৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) ড. আব্দুল মান্নান।

থানা আমীর মো. গোলাম আজমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুজাহিদুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সহ-সভাপতি ডা. তফাজ্জল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য যথাক্রমে ওমর ফারুক, নূর সাঈদ বিল্লাহ, কাউসার হোসাইন। আরও উপস্থিত ছিলেন আমানুল হক, মহিবুল ইসলাম, আবদুর রাজ্জাক, কাজী মাহাবুবুর রহমান প্রমুখ।

করাতিটোলা চান মিয়া সরদার মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে পরিচালিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হয়।
