বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা–৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, “মহান আল্লাহ তায়ালার মেহেরবাণীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র ও সমাজের প্রতিটি বিভাগে ইনসাফভিত্তিক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যে, জনগণের খেদমত করার সুযোগ পেলে জনসাধারণের ন্যায্য, ন্যায়সঙ্গত দাবিসমূহ জনগণের আবেদন ছাড়াই গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে। যে কোনো মূল্যে দেশে চাঁদাবাজি, দখলবাজি ও জুলুম বন্ধ করবো ইনশাআল্লাহ।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাপাড়া থানার উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোনাপাড়া থানা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এবং থানা সমাজকল্যাণ সম্পাদক হারুন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মহতী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর আল আমিন, মাওলানা শরীফুল ইসলাম, মাস্টার তারিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মনজিল মাহমুদ, মনিরুজ্জামান, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, অহিদুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।
