বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা–৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সংলগ্ন মাঠে মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মুহাম্মদ তফাজ্জল হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন মহানগরীর স্বাস্থ্য বিভাগের সিইও আবুল খায়ের। এ সময় মতিঝিল দক্ষিণ থানার শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

থানা সেক্রেটারি ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের পাশাপাশি সহস্রাধিক মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হয়।
