মুক্ত গণমাধ্যম মঞ্চের উদ্যোগে ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন (ঢাকা–৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী)।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
