ঐতিহাসিক ২৮ অক্টোবরে নিহত শহীদদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীবাগ দক্ষিণ থানার উদ্যোগে ঢাকা-১০ সংসদীয় আসনের হাজারীবাগ পার্কের মাঠে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হয়েছে আলহামদুলিল্লাহ।

থানা আমীর আখতারুল আলম সোহেল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট জসীম উদ্দীন সরকার।

আরো উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবদুল হাকিম খান, থানা সেক্রেটারি এডভোকেট জোবায়েদুর রহমান বাবু, থানা বি এম সম্পাদক ইঞ্জিনিয়ার গোলজার রহমান, থানার কর্ম পরিষদ সদস্য, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি বৃন্দ।

উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় ৩৫০ জনের অধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
