ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতাল, নয়া পল্টন শাখার উদ্যোগে সোমবার (২০ অক্টোবর) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল উদ্দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চায়না টাউন ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান এবং ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতাল, নয়া পল্টন শাখার সুপারিনটেনডেন্ট ডা. এ. এ. এম. কামাল উদ্দিন মুযাক্কির।

অন্যান্যের মধ্যে সাবেক কমিশনার খন্দকার আবদুর রবসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।