পল্টন থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে রবিবার (১২ অক্টোবর) রাজধানীর বিজয়নগর ওয়ান ব্যাংক গলিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানা আমীর ও ঢাকা-৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, পল্টন থানা নায়েবে আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম, পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম এবং সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব।


পল্টন থানা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আল-আমিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন পল্টন থানা সহকারী সেক্রেটারি এনামুল হক, থানা কর্মপরিষদ সদস্য আ. ফ. ম. ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন ও মোশাররফ হোসাইন প্রমুখ।