ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে ধানমন্ডিতে গতকাল সন্ধ্যায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। পথসভা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


ঢাকা-১০ আসন পরিচালক অধ্যাপক নূর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং ঢাকা-১০ আসনের সহকারী পরিচালক জনাব শেখ শরিফ উদ্দীন আহমেদ।


ঢাকা-১০ আসন কমিটির সদস্য সচিব মাওলানা মহিব্বুল হক ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোন টিম সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার, থানা আমীর হাফেজ রাশেদুল ইসলাম, মজিবুর রহমান খান, জাহিনুর রহমান, আখতারুল আলম সোহেল, মাহফুজ আলম, মাহবুবুর রশিদ ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম।