বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নতুন মনোনীত সদস্যদের (রুকন) শপথ গ্রহণ অনুষ্ঠান আজ ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সোশ্যাল গার্ডেন হলে অনুষ্ঠিত হয়েছে।


নতুন মনোনীত সদস্যদের (রুকন) শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল।


কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর যথাক্রমে আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মহানগরীর সহকারী সেক্রেটারি যথাক্রমে ড. আব্দুল মান্নান ও মু. শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য এস. এম. কামাল উদ্দিন, আব্দুস সালাম, অধ্যাপক নুর নবী মানিক, ড. আতিয়ার রহমান, সৈয়দ সিরাজুল হক, শেখ শরিফ উদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।