বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ঢাকা-৮ আসনের উদ্যোগে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) মতিঝিলে একটি মিলনায়তনে রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানার বিশিষ্ট আলেমে দ্বীন ও স্থানীয় ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান *সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসনে নির্বাচন পরিচালক মো. শামছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলাম, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, মুফতি মহিউদ্দিন কাসেমী, মেজবাউল উমুল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা মহিউদ্দিন, ভাইস প্রিন্সিপাল মাওলানা আ.ন.ম হেলাল উদ্দিন, মুহাদ্দিস মাহমুদুল হাসান, পল্টন বটতলা বায়তুল নুর জামে মসজিদের খতিব ড. মাওলানা জাকারিয়া নুর, শাহজাহানপুর রেলওয়ে জামে মসজিদের খতিব শফিকুল ইসলাম, পুরানা পল্টন মসজিদের খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা জামে মসজিদের খতিবসহ শতাধিক মসজিদের ইমাম-খতিব ও মাদ্রাসায় মুফাসসির, মুফতি এবং মুহাদ্দিসবৃন্দ।