বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে পরিচালিত হয়েছে। গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান, মতিঝিল দক্ষিণ থানা আমীর মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমীর মো. শামছুল বারি-সহ মহানগরীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


সভা শেষে, জননেতা নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মতিঝিল এলাকায় দাওয়াতী অভিযান পরিচালিত হয়। এসময় মহানগরী ও মতিঝিল সাংগঠনিক থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বিভিন্ন সুপার শপ, মার্কেট, ফুটপাতের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতী লিফলেট বিতরণ করেন।