গত ০৭/৯/২০২৫ রবিবার ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অন্তর্গত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মানিত চিকিৎসকদের নিয়ে এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের নিজস্ব কার্যালয়ে চিকিৎসক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেডিকেল বিভাগ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি ডা. এমজি ফারুক হোসেন ও মেডিকেল বিভাগ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডাঃ মোহাম্মদ মারুফ শাহরিয়ার।


প্রধান অতিথি তার বক্তব্যে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগণের সুচিকিৎসা নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সম্মানিত সভাপতি ডা. বোরহান উদ্দিন ও সঞ্চালনা করেন মেডিকেল বিভাগ দক্ষিণের সম্মানিত সহকারি সেক্রেটারি ডা. এসএম ফতেহ আকরাম দোলন।