বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে ঢাকা-৯ সংসদীয় আসনের স্বেচ্ছাসেবকদের মাইয়্যেতের গোসল ও দাফন-কাফন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে মহানগরীর হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির।


মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য মাওলানা হাফিজুর রহমানের পরিচালনায় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুফতি মাওলানা মহিউদ্দীন। এসময় ঢাকা-৯ আসনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।