জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে শ্যামপুর-কদমতলী জোনের উদ্যোগে আহত ও শহীদ পরিবারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, শ্যামপুর-কদমতলী জোন ইনচার্জ ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যাত্রাবাড়ী-শ্যামপুর থানার আমির মুহাম্মদ যাকীর হুসাইন। সভায় আরও বক্তব্য রাখেন ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও কদমতলী পূর্ব থানার আমির ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শ্যামপুর-কদমতলী জোনের টিম সদস্য মো. জাকির হোসেন এবং শ্যামপুর দক্ষিণ থানা আমির কামরুল আহসান।
শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ আবু বকর রিফাতের পিতা মো. আওলাদ হোসেন, শহীদ মো. সাইফুল ইসলামের পিতা মো. আব্দুল মতিন, এবং শহীদ হাফেজ রেজাউল করিমের পিতা মো. আল আমিন মীর।
আহত জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন:
মো. আরিফ হোসেন, মো. আবু তালেব, মো. জামাল হোসেন এবং আহত যোদ্ধা আব্দুর রহিমের কন্যা, জুলাই যোদ্ধা আয়েশা আক্তার।
তারা প্রত্যেকে চব্বিশের সেই ভয়াল জুলাইয়ের স্মৃতিচারণ করে জালিমের নিষ্ঠুরতা ও অন্যায়ের বাস্তব চিত্র তুলে ধরেন।