বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানার ষান্মাসিক রুকন সমাবেশ শুক্রবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।


মহানগরী মজলিসে শূরা সদস্য ও মতিঝিল পূর্ব থানা আমীর মো. নূর উদ্দিনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরীফুল ইসলাম এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও ওয়ারী পূর্ব থানার আমীর মুতাছিম বিল্লাহ।


এছাড়াও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।