বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও ও সবুজবাগ-মুগদা জোনের যৌথ উদ্যোগে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল ১০ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে শহীদ পরিবার ও আহত-পঙ্গুত্ববরণকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জননেতা আব্দুস সবুর ফকির। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সহ-সভাপতি ও জামায়াত মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কবির আহমদ।


বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী কর্মপরিষদ সদস্য ও খিলগাঁও জোনের সম্মানিত পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম।
মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক এস. এম. মাহমুদ হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ার, খিলগাঁও জোনের টিম সদস্য মোহাম্মদ শাহজাহান, মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক ও সবুজবাগ-মুগদা জোনের টিম সদস্য আশরাফুল আলম ইমন।
এছাড়া উভয় জোনের থানা আমীর যথাক্রমে মতিউর রহমান, আব্দুল বারী, মো. নাসির উদ্দিন, মাওলানা সাজেদুর রহমান শিবলী, মাওলানা মোহাম্মদ ইসাহাক, রওশন জামান, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।