বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূত্রাপুর দক্ষিণ থানার উদ্যোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতিমূলক সভা বুধবার (০৯ জুলাই) দয়াগঞ্জে অনুষ্ঠিত হয়।

সূত্রাপুর দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক ইনচার্জ শিবলী শামীমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সালেহ আল ইমতিয়াজের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সূত্রাপুর–ওয়ারী জোনের পরিচালক কামরুল আহসান হাসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও সূত্রাপুর–ওয়ারী জোনের টিম সদস্য মাওলানা নেসার উদ্দিন।

সভায় প্রধান অতিথি কামরুল আহসান হাসান বলেন, “আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আমাদের সর্বোচ্চ সক্রিয় ভূমিকা রাখতে হবে। যেই জমিনে মুমিনের রক্ত, ঘাম ও চোখের পানি পড়ে, সেই জমিনেই ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এ দেশে ইসলামের বিজয় নিশ্চিত করতে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, চোখের পানি ঢেলেছেন। ০৫ আগস্ট ইসলামের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। চূড়ান্ত বিজয়ের জন্য অতীতের মতোই আমাদের ত্যাগ স্বীকার অব্যাহত রাখতে হবে।

এ দেশে কালিমার পতাকা উড়িয়ে ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামের বিজয় নিশ্চিত করতেই হবে।
তিনি সকল স্তরের নেতাকর্মীদের সেই লক্ষ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। এসময় তিনি আসন্ন ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের করণীয় ও ভূমিকা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।