জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খিলগাঁও জোনের উদ্যোগে খিলগাঁও মাহমুদিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম এবং মাদ্রাসা ছাত্রদের সঙ্গে বুধবার (৯ জুলাই) রাতের খাবার গ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-০৯ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা জনাব কবির আহমদ।


মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক এবং খিলগাঁও পশ্চিম থানা আমির এস. এম. মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও উত্তর থানা আমির মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য, ঢাকা-০৯ আসন কমিটির সদস্য সচিব ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাজাহান;খিলগাঁও পূর্ব থানা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী; মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের মোতাওয়াল্লি গোলাম সাইফুদ্দিন আহমদ জিলানী বেলাল; মাদ্রাসার নায়েবে মোহতামিম মুফতি মাওলানা নূরুল আলম; ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা শহিদুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, হাফেজে কোরআন ছাত্র এবং এতিমখানার এতিম ছাত্ররা।