কর্মী ও ইউনিট গঠন মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে সহযোগী শিক্ষা বৈঠক মঙ্গলবার (২০ মে) রাতে অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর মজলিসে শূরা সদস্য ও থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সংগঠনের সহকারী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ শামছুর রহমান।




থানা সেক্রেটারি ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন থানা শূরা, কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।