বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী মধ্য থানার সহযোগী সদস্য শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় একটি মিলনায়তনে, থানা আমীর এডভোকেট এ. কে. আজাদের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জননেতা জনাব আব্দুস সবুর ফকির। প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে মোট ৩১ জন সহযোগী ভাইকে কর্মী ঘোষণা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার শূরা, কর্মপরিষদ সদস্য, ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ।