১১/০৫/২৫ তারিখ রাতে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবুজবাগে অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের সম্মানিত পরিচালক জনাব ড. মোবারক হোসাইনের নেতৃত্বে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সবুজবাগ দক্ষিণ থানা আমীর জনাব মাওলানা আব্দুল বারী, থানা সেক্রেটারি জনাব কামরুল হাসান রিপনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ বিহারের মহাপরিচালক জনাব বৌদ্ধপ্রিয় মহাথেরো, সহকারী প্রধান পরিচালক জনাব স্বরূপানন্দ ভিক্ষু, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব পার্থপ্রতিম বড়ুয়া, কেন্দ্রীয় নেতা জনাব মিল্টন বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের জাতীয় নেতৃবৃন্দ।
তাদের প্রধান জাতীয় উৎসবে জামায়াত নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাৎকে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন এবং এতে তারা অত্যন্ত খুশি হয়েছেন বলে জানিয়েছেন।