নাগরিক কোয়ালিশন কর্তৃক “সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব”- শীর্ষক সংবিধান সংশোধন প্রস্তাবনা নিয়ে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য ও সুচিন্তিত মতামত উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।




রবিবার (১১ মে) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, ঐক্যমত কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাত, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইরিন খান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।