বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানার উদ্যোগে বৃহস্পতিবার (১ মে) রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর মজলিসে শূরার সদস্য ও মতিঝিল পূর্ব থানা আমীর নুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুকনিয়তের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির।


থানা সেক্রেটারি মো. খলিলুর রহমান-এর পরিচালনায় শিক্ষা বৈঠকে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের করণীয় বিষয়ে আলোচনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।


অনুষ্ঠানে দারস পেশ করেন মিছবাহুল উলুম কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল আ. ন. ম. হেলাল উদ্দিন। এছাড়াও শিক্ষা বৈঠকে মতিঝিল পূর্ব থানার শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।