বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার ১১ পশ্চিম ওয়ার্ডের উদ্যোগে পেশাজীবি সমাবেশ শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। ১১ পশ্চিম ওয়ার্ডের সভাপতি এনায়েত উল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ও ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন।


বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মাওলানা শরিফুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের ইঞ্জিনিয়ার্স ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী মনিরুজ্জামান, শাহজাহানপুর পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মো. আব্দুল খালেক, থানা পেশাজীবি ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মতিউর রহমান।

প্রকৌশলী রেজাউল আলীম সুজনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহানপুর পূর্ব থানা কর্মপরিষদ সদস্য মো. শাহাদাত হোসেন, এস এম আজিম উদ্দিন, মো. আবু তাহের, ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন রুমেল সহ বিভিন্ন পেশাজীবি বিশিষ্ট ব্যক্তিবর্গ।