যাত্রাবাড়ী মধ্য থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) যাত্রাবাড়ী কুতুবখালী, কাঁচাবাজার, ফলের আড়ৎ, মাছের আড়ৎ, রংধনু মার্কেট এলাকায় কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জননেতা মোঃ আব্দুস সবুর ফকিরের নেতৃত্বে থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ গণসংযোগ ও দাওয়াতি অভিযান পরিচালনা করেন।


এসময় যাত্রাবাড়ী মধ্য থানা আমীর এডভোকেট এ কে আজাদ খান, যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর মো. শাহজাহান খান, থানা সেক্রেটারি মাওলানা মো. ইমাম হোসেন, ৬২ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মো. জসিম উদ্দীন, থানা কর্মপরিষদ সদস্য মো. রিয়াসত আলী সর্দার, মো. রুহুল কুদ্দুছ মামুন, ওয়ার্ড সভাপতি মো. মাঈনুল ইসলাম, মাওলানা মো. আমিনুল ইসলাম, মো. ইসমাঈল হোসেন, জামায়াত নেতা মো. জসিম উদ্দীন, আব্দুর রব, মো. কবির উদ্দিন সহ ওয়ার্ডের দায়িত্বশীল ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মহানগরীর নায়েবে আমীর জননেতা জনাব মোঃ আব্দুস সবুর ফকিরের নেতৃত্বে এলাকার ব্যবসায়ী, পথচারী, রিকশা-ভ্যান চালক ও জনসাধারণের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতি উপকরণ বিতরণ করা হয়। সমাজ থেকে যাবতীয় অপকর্ম দূর করতে ইসলামী সমাজ বিনির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে, ইসলামের পক্ষে সমর্থন চেয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে, আব্দুস সবুর ফকির দেশবাসীর প্রতি আহ্বান জানান।