ঐক্যমত কমিশনের আহ্বানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রতিনিধি দল দ্বিতীয় দফায় বৈঠকে বসেছেন। শনিবার (২৬ এপ্রিল) সকালে ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারী জেনারেল সাবেক এমপি এইচ.এম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, প্রচার ও মিডিয়া সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

এর আগে গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সেসময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেওয়া হয়।