বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার উদ্যোগে গতকাল ৭০ নং ওয়ার্ডের পাইটিতে “মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর মাও. মুহা. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদের পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর জনাব আব্দুস সবুর ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী জনাব মো. হাফিজুর রহমান এবং ডেমরা জোনের সহকারী জোনাল ইনচার্জ ও ডেমরা মধ্য থানা আমীর জনাব মোহাম্মদ আলী।



এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডেমরা উত্তর থানার সভাপতি নিরব মনোয়ার, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জি. খন্দকার মুনীরুজ্জামান, আব্দুর রহিম, সাজেদুল ইসলামসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রায় ৬ শতাধিক রোজাদার অংশগ্রহন করেন।