বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) সিয়ামের চেতনায় যুব সমাজ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।




বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুুব ও ক্রীড়া বিভাগের সদস্য সচিব ড. মোবারক হোসাইনের পরিচালনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব এনায়েত উল্লাহ ইউসুফজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য এডভোকেট এস এম কামাল উদ্দিন এবং ডা. মোয়াজ্জেম হোসেন, কারাতে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ট্রেজারার ইব্রাহিম হোসেন প্রমুখ।