বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ উত্তর থানা কর্তৃক আজ শুক্রবার (০৭মার্চ) বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও সবুজবাগ উত্তর থানা আমীর মনির বিন আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী মুরাদ হোসেনের পরিচালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন।


বাসাবো সাইদিয়া মসজিদ সংলগ্ন সালওয়া ক্যাফেতে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে এলাকার স্থানীয়, বাড়ীওয়ালা ও বিশিষ্ট ব্যক্তিগণ এবং থানা কর্মপরিষদ সদস্য গোলাম মুহাম্মদ মুজাহিদ, মো ইসরাফিল, ওয়ার্ড সভাপতি সাদিকুর রহমান, শাহআলম ভূঁইয়া, আক্তারুজ্জামান, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আমীর বিন সাইদ, বশির আহমেদ, শওকত আমীন, মো জহিরুল ইসলাম, মো সালাহউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।