গতকাল মঙ্গলবার খিলগাঁও পূর্ব থানা জামায়াতের উদ্যোগে শেখের জায়গা ওয়ার্ডে দুঃস্থ ও অসচ্ছল মানুষের মাঝে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় থানা আমির মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৃহত্তর খিলগাঁও থানার সাবেক আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, কোয়ালিটি স্কুল এন্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক জনাব কবির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে সুরার সদস্য খিলগাঁ জোনের টিম সদস্য বিশিষ্ট ব্যাংকার জনাব মোঃ শাহজাহান, আরো উপস্থিত ছিলেন খিলগাঁও পূর্ব থানার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, থানা কর্ম পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন মোঃ সাইফুল্লাহ নুরুল্লাহ খন্দকার, আবুল কালাম আজাদ, শাহরিয়ার মোস্তাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।