থানা আমীর মাওলানা মহিব্বুল হক ফরিদের সভাপতিত্বে উক্ত ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমীর ডঃ এডঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নূরনবী মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিন আহমদ।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সাধ্যের সবটুকু দিয়ে দরিদ্র রোজাদারসহ দেশবাসীর সেবায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান নিজেও মানবতার সেবায় দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছেন। তিনি জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীসহ বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে রোজাদারসহ দরিদ্র মানুষের দুর্ভোগ কমিয়ে রমাদানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।