বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা কর্তৃক মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে সেহরি ও ইফতার ফুড প্যাকেট উপহার প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ঢাকা -৮ আসনের গণমানুষের নেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পেয়েও জনগণের মৌলিক অধিকার পূরণে কাজ করছে। অথচ জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করার বিধান। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার কারণে বাংলাদেশের জনগণ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে। তাই ইসলামী রাষ্ট্র গঠনে তিনি ঢাকা-৮ আসনের জনগণকে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

থানা আমীর নূর উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী খলিলুর রহমানের পরিচালনায় উপহার সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও শাহজাহাপুর পূর্ব থানা আমীর মাওলানা শরীফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ ও ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ।