অদ্য ০২ মার্চ’২৫ সোমবার সকাল ৮:০০টায় স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী দক্ষিণ থানার উদ্যোগে এলাকার অসহায় রোযাদারদের পুরুষ ও মহিলাদের মাঝে সেহরি ও ইফতার ফুড প্যাকেট বিতরণ করা হয়।


ঢাকা মহানগরী দক্ষিনের মজলিসে শুরা সদস্য ও থানা সেক্রেটারী জনাব মুহাম্মদ মতিউর রহমান খানের সঞ্চালনায় ও ঢাকা মহানগরী দক্ষিনের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর জনাব নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিনের সহকারী সেক্রেটারী জনাব মোহাম্মদ কামাল হোসেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিনের কর্মপরিষদ সদস্য ও যাত্রাবাড়ী পশ্চিম জোনের পরিচালক জনাব সৈয়দ সিরাজুল হোক ও ঢাকা মহানগরী দক্ষিনের মজলিসে শুরা সদস্য ও কদমতলী থানার সাবেক আমীর জনাব শাহাদাত হোসেন হেলাল।


থানার শুরা, কর্মপরিষদ ও ওয়ার্ড দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। এলাকায় ১৩০ পরিবারের মাঝে সেহরির ও ইফতারের ফুড প্যাকেট বিতরণ করা হয়।