বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল দক্ষিণ থানা কর্তৃক ২০০ ফুড প্যাকেট ও ৫০ পিছ হিজাব উপহার প্রদান করা হয়েছে। শনিবার (০২ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।


ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আীর মাওলানা মুতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে ও থানা সেক্রেটারী ইমাম হোসেন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন থানা অফিস সেক্রেটারী ওসমান গনি, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান, ব্যবসা ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।