বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে পবিত্র রমাদান উপলক্ষে সাহরি ও ইফতার ফুড প্যাকেট উপহার প্রদান করা হয়েছে । গতকাল পয়লা মার্চ ওয়ারীর একটি মিলনায়তনে থানা আমীর ফারুক হোসাইন এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাহফুজুর রহমান এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নান।


অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়ারী পশ্চিম থানার কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন,হাবিবুর রহমান, ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, বাসির উদ্দিন প্রমুখ।