বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির আজ শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর কোনাপাড়া এলাকায় শীতার্ত নারী পুরুষ ও ভিন্নধর্মাবলম্বী মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেন।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কোনাপাড়া থানা আমীর আকতারুজামান চয়নের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা বশির উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন থানা সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মীর আল আমিন, থানা যুব সম্পাদক হারুন রশিদ, দাওয়াহ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম, থানা বায়তুল মাল সম্পাদক মাস্টার তারিকুল ইসলাম, থানা প্রচার সম্পাদক খন্দকার সামদানী পলাশ, থানা শূরা সদস্য মাস্টার নাসির উদ্দিন, ওয়ার্ড সভাপতি মুনিরুজ্জামান, মনজিল মাহমুদ, ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইমামুল হক, হাফেজ ফরহাদ, হাফেজ আল আমিন, মাসুম বিল্লাহ, রওশন আলী প্রমুখ।