আজ জুমাবার, কদমতলী উত্তর থানার শনি আখড়া থেকে গ্যাসরোড ২৪ ফুট পর্যন্ত পরিচ্ছন্নতা ও গণসচেতনতা অভিযান পরিচালনা করা হয়।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিস শূরার সদস্য ও কদমতলী উত্তর থানার সম্মানিত আমীর জনাব আব্দুর রহিম জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিস শূরার সদস্য যাত্রাবাড়ী দক্ষিণ থানার সম্মানিত আমীর জনাব নওশাদ আলম ফারুক।
পরিচ্ছন্নতা অভিযান পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল রহিম জীবন বলেন, বাংলাদেশকে যদি একটি সুখী সমৃদ্ধ পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্বের দরবারে উপস্থিত করাতে হয় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । এর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টির জন্য, দেশের স্বার্থে সবার আগে সবার পাশে থাকবে, ইনশাআল্লাহ।
প্রোগ্রামে থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।