বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারী সংরক্ষিত আসনের সাবেক এমপি মহীয়সী নারী পরম শ্রদ্ধেয় হাফেজা আছমা খাতুন (৯০) রবিবার ভোররাতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হইবে।
তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ সহ মহানগরীর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
হাফেজা আছমা খাতুন দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারী হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রায় প্রতিটি জনপদে দ্বীনের একজন দাঈ হিসেবে তাঁর বিরামহীন পথচলা এদেশের নারী সমাজকে মহান আল্লাহর দ্বীনের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। তাদেরকে দ্বীন-ইসলাম জানার ব্যাপারে, মানার ব্যাপারে আগ্রহ সৃষ্টি করেছে। আল্লাহ তার এই দায়িত্ব ও ত্যাগের বিনিময়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক।