বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ উত্তর থানার ইউনিট দায়িত্বশীলদের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৭.০০ টায় স্থানীয় একটি মিলনায়তনে থানা আমির মনির বিন আনোয়ার এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারী মুরাদ হোসেন এর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য এবং সবুজবাগ-মুগদা জোনের পরিচালক *জনাব ড. মো মোবারক হোসাইন। এ ছাড়াও উপস্থিত ছিলেন- সবুজবাগ উত্তর থানা নায়েবে আমীর হাফিজুর রহমান শামীম।
থানা শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব গোলাম মুহাম্মদ মুজাহিদ, মকবুল আহমেদ, মো. ইসরাফিল, মুত্তালিব হোসেন, মাসুদ খান, মাসুম মুন্সী, মাসুদুর রহমান সহ ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ ইউনিট দায়িত্বশীল ভাইয়েরা।
সমাবেশে ২০২৫ সেশনে ইউনিট সমূহের সাংগঠনিক পরিকল্পনা এবং বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল আলোচনা করা হয়।