বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর পশ্চিম থানার উদ্যোগে গতকাল স্থানীয় একটি রেস্টুরেন্টে অগ্রসর কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা শামসুর রহমান, মহানগরী মজলিসের শুরা সদস্য, সহকারী প্রচার ও মিডিয়ার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
কর্মশালায় সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও থানা আমীর সারোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি মামুন।