আজ সোমবার (৬ জানুয়ারি ২০২৫) সকালে ঢাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব শাখার ২০২৫ সনের সভাপতি, সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, অতিথি হিসেবে বিশিষ্ট আলেমেদ্বীন ড. খলিলুর রহমান আল মাদানী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক শরীফ হোসাইন, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম মুরাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, ঢাকা মহানগর দক্ষিণের সদ্য সাবেক সভাপতি আলাউদ্দিন আবির ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।
সেটআপ অনুষ্ঠানে ২০২৫ সনে ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের নব নির্বাচিত সভাপতি হয়েছেন হেলাল উদ্দিন রুবেল এবং নব নির্বাচিত সেক্রেটারি দেলোয়ার হোসেন। ঢাকা মহানগর পূর্বের নব নির্বাচিত সভাপতি মোজাফফর হোসেন এবং নব নির্বাচিত সেক্রেটারি আসিফ আবদুল্লাহ।