আজ শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর হলরুমে বিকেএফ এর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ফোরামের সভাপতি জনাব আব্দুল জলিলের সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নান, মহানগরী কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। বিকেএফ এর সেক্রেটারি গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোরামের টিম সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, আইবিওসিএসএল এর কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ সহ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।