বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল পূর্ব থানার উদ্যোগে আজ ৩০ আগস্ট রোজ শুক্রবার ইউনিট সভাপতি-সেক্রেটারী ভাইদের নিয়ে স্থানীয় একটি মিলনায়তনে শিক্ষাবৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমীর জনাব আব্দুর সবুর ফকির ভাই।
মহানগরী মজলিসে শূরা সদস্য ও মতিঝিল পূর্ব থানার আমীর জনাব নূর উদ্দিনের পরিচালনায় ও থানা থানা সেক্রেটারি খলিলুর রহমানের ব্যবস্থাপনায় শিক্ষাবৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরার সদস্য ও ওয়ারী পূর্ব থানার আমীর মুতাছিম বিল্লাহ,কমলাপুর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফেজ এনায়েতুল্লাহ।শিক্ষা বৈঠকে আরো উপস্থিত ছিলেন থানার শুরা ও কর্মপরিষদ সদস্য বৃন্দ।
শিক্ষাবৈঠকে সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ সফল বাস্তবায়নে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের করণীয় শীর্ষক আলোচনার পাশাপাশি বর্তমান অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে সংগঠন সম্প্রসারণ ও মান উন্নয়ন সহ বিভিন্ন দিক নিয়ে মেহমানবৃন্দ বিস্তারিত আলোচনা করেন।