বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন দক্ষিণ থানার উদ্যোগে আজ ৬ এপ্রিল শনিবার, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পল্টন এলাকায় ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার প্রদান করেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমীর শাহীন আহমদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও পল্টন উত্তর থানা আমীর মুজিবুর রহমান, পল্টন দক্ষিণ থানা কর্মপরিষদ সদস্য ওমর ফারুক, মোস্তাফিজুর রহমান শাহীন, জিয়া উদ্দিন, জামায়াত নেতা আল আমিন রাসেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কল্যাণ কামনা করবেন এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আমি ভালো থাকবো আর আমার পাশে আরেকজন ভাই, আমার প্রতিবেশী কষ্টে থাকবেন এটা মুসলমানিত্বের পরিচয় বহন করে না। আমরা সেই আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশ পালনে রাজধানীর সুবিধা বঞ্চিত ভাই-বোনদের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদের উপহার তুলে দিতে পেরে মহান রবের শুকরিয়া আদায় করছি। আজ রাষ্ট্রের দায়িত্ব ছিল বঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কাছে ঈদের সামগ্রী পৌছে দেওয়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এরকম কল্যাণমূলক রাষ্ট্র আজও আমরা গড়ে তুলতে সক্ষম হইনি। ফলে জনগণ কল্যাণ রাষ্ট্রের সুফল ভোগ থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা ব্যতিত জনগণের মুক্তি সম্ভব নয়। জামায়াতে ইসলামী বাংলাদেশকে সুখি ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। যেখানে সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বঞ্চিত অসহায় মানুষের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে সমাজের বিত্তবানদের সহায়তার হাত নিয়ে এগিয়ে আসার উদাত্ব আহবান জানান।
তিনি বলেন, আল্লাহর ওয়াদা হচ্ছে যেখানে ইসলাম বিজয়ী হবে সেখানে আসমান ও জমিনের বরকতের দরজা গুলো খুলে দেওয়া হবে। অন্যদিকে যদি আল্লাহর বিধান ব্যতিত অন্য কোনো মতবাদ দেশে প্রতিষ্ঠিত থাকে তাহলে গজবের চরম শঙ্কা আছে। আজ এদেশের মানুষ হয়তো সেই গজবেই দিনাতিপাত করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বমুখিতে দেশের মানুষ দিশেহারা। আমাদের দেশে শুধু ভোট ডাকাতিই হয়নি, এখন সারাদেশে ব্যাংক ডাকাতি শুরু হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী সরকারই আজ বলছে এতে পার্শ্ববর্তী রাষ্ট্রের উস্কানি আছে। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে সাধারণ জ্ঞানেই বলা সম্ভব যে, আসমান জমিনের বরকতের পরিবর্তে আমাদের জন্য গজবের দরজা খোলা আছে। আধিপত্যবাদী শক্তির কড়াল গ্রাসে পড়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। এই অপশক্তির হাত থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা ও তাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান। একইসাথে তিনি দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে বাজার নিয়ন্ত্রণ এবং সকল জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের কাছে জোড় দাবি জানান।
★ যাত্রাবাড়িতে ঈদ সামগ্রী বিতরণঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী উত্তর থানার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী প্রদান করেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী উত্তর থানা আমীর মাওলানা জাকির আহমদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রাসেল মাহমুদের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও সহকারী জোন পরিচালক এম. আব্দুর রহিম, এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর নওশের আলম ফারুক, থানা কর্মপরিষদ সদস্য কর্মপরিষদ হানিফ গাজী, আব্দুল হালিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
★ ওয়ারীতে পবিত্র কুরআন বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সুত্রাপুর গেন্ডারিয়া ওয়ারী জোনের উদ্যোগে আজ শনিবার পবিত্র মাহে রমাদানে উপলক্ষে রাজধানীতে পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কুরআন বিতরণ করেন। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে কুরআন বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য যথাক্রমে ওয়ারী পুর্ব থানা আমীর মুতাসিম বিল্লাহ, গেন্ডারিয়া দক্ষিণ থানা আমীর তৌহিদুল ইসলাম মুকুল, সুত্রাপুর উত্তর থানা আমীর রবিউল ইসলাম, গেন্ডারিয়া পশ্চিম থানা সেক্রেটারি ফারুকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।