বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে হযরত মুহাম্মদ সা. এর জীবনীর উপরে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগরী দক্ষিণের সকল থানা ও বিভাগ সমূহের রুকন, কর্মী ও সহযোগী সদস্যদের নিয়ে পৃথক ৩টি গ্রুপে একযোগে এই বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে ঢাকা মহানগরী দক্ষিণের লক্ষাধিক রুকন, কর্মী ও সহযোগী সদস্য অংশগ্রহণ করে।
সিরাত পাঠ প্রতিযোগিতা চলাকালে রাজধানীর বিভিন্ন থানার সার্বিক খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর যথাক্রমে আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান সহ ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দ।
বাংলাদেশসহ গোটা বিশ্ব যে ক্রান্তিকাল, সংকট, দুর্যোগের মধ্যে নিমজ্জিত আছে এখান থেকে মুক্তির পথই হচ্ছে রাসূলুল্লাহ সা. এর আনীত বিধানকে অনুসরণ ও অনুকরণ করা। স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে রাসূল (সা)-এর জীবনাদর্শ অনুসরণই মুক্তির একমাত্র পথ। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন বলেন “নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল (সা)-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ” ফলে একমাত্র রাসূল (সা)-এর আদর্শ ও কর্মপন্থা অনুসরণের মাধ্যমেই দুর্নীতি মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তাঁর কর্মপন্থা অনুসরণের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে। সেজন্য সকলের মাঝে কুরআনের শিক্ষা ও রাসূলের সুন্নাহ ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ অন্যান্য বছরের মতো এবছরও সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে।
সিরাত পাঠ প্রতিযোগিতার ‘ক’ গ্রুপের জন্য নির্ধারিত বই- অ্যা ডিভাইন স্টেট, রাসূলুল্লাহর (সা) মক্কার জীবন, রাসূলুল্লাহর বিপ্লবী জীবন। ‘খ’ গ্রুপের জন্য নির্ধারিত বই- মুহাম্মদ (সা) দ্য ম্যান এন্ড দ্য প্রফেট। ‘গ’ গ্রুপের জন্য নির্ধারিত বই- সীরাতুন্নবী (সা.) স্ট্র্যাটেজিক্যাল এন্ড পলিটিক্যাল স্টাডি, রাসূলুল্লাহর (সা.) মক্কার জীবন ও রাসূলুল্লাহর বিপ্লবী জীবন। ক, খ ও গ ৩টি গ্রুপে বিভক্ত এই সিরাত পাঠ প্রতিযোগিতায় প্রতি গ্রুপে বিজয়ী ১ম স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা, ২য় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা, ৩য় স্থান অধিকারীকে ৭ হাজার টাকা, ৪র্থ স্থান অধিকারীকে ৫ হাজার টাকা এবং ৫ম স্থান অধিকারীকে ৪ হাজার টাকা এবং আকর্ষণীয় ক্রেস্ট ও বইয়ের সেট পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও আরও ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।