বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ আজ ঢাকাস্থ বাউফলের শ্রমজীবী শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করেন। প্রত্যাশিত বাউফল কাঙ্খিত নেতৃত্ব এই স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. ইউনুস চৌধুরী, যুবনেতা মোহাম্মদ জুয়েল, হাসান মাহমুদ, সাংবাদিক নেতা আসাদুজ্জামান সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, নুরে আলমসহ ঢাকাস্থ বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্তমানে দেশের জনগণ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছেন। দেশব্যাপি চলমান শৈতপ্রবাহের মধ্যে সুবিধা বঞ্চিত ও শ্রমজীবী মানুষের জীবন অতিবাহিত করা কষ্টকর হয়ে পড়েছে। অথচ জনগণের চরম দুর্দিনে বর্তমান সরকার অথবা প্রহসনের নির্বাচনে নির্বাচিত কোনো প্রতিনিধিই কার্যত কোন ভূমিকা রাখছে না। জনগণকে মনে রাখতে হবে যারা মানুষের ভোট ছাড়াই এমপি-মন্ত্রী হয়ে গেছে তারা কোনো অবস্থাতেই মানুষের প্রয়োজনে পাশে থাকবে না। শীত, বর্ষা সহ যেকোনো প্রাকৃতিক দূর্যোগে তাদেরকে জনগণের কল্যাণে কখনই পাওয়া সম্ভব না। আজকে ডামি প্রার্থী, ডামি ভোটার, ডামি সব এমপি-মন্ত্রী নির্বাচিত করে দেশ ও দেশের স্বাধীনতাকে চরমভাবে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। অপরদিকে দেশপ্রেমিক মানুষের প্রতি এই অবৈধ সরকার ক্ষোভের কারণে চরম নিপীড়ন ও ষড়যন্ত্র করে যাচ্ছে। মিথ্যা ও বানোয়াট মামলায় রায় দিয়ে এই ফ্যাসিস্ট সরকার যদি আমাকে কারারুদ্ধ করেও রাখে তবুও বাউফলবাসীর কল্যাণে কাজ করা থেকে আমাকে বিরত রাখতে পারবে না।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলেই চলমান শৈতপ্রবাহে জনগণের কল্যাণে তারা কোনো উদ্যোগ গ্রহণ করছে না। অথচ সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে কেবল ব্যক্তিগত উদ্যোগে জনগণের কষ্ট লাঘব করা সম্ভব না। জোড়পুর্বক ক্ষমতা দখলকারী এই ফ্যাসিস্ট সরকারের ভ্রান্ত নীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে, মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে, কর্মসংস্থান নেই। রাষ্ট্রের এমন দুরবস্থায় দেশপ্রেমিক জনগণ এই আওয়ামী সরকারকে আর বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবে না। তিনি এই ফ্যাসিস্ট সরকারের বিদায় ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সর্বোচ্চ ভুমিকা পালনের জন্য সকলের প্রতি উদাত্ব আহবান জানান।
তিনি আরও বলেন, দেশের অসহায় মানুষের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। দোয়া চাই, আগামী দিনে যেন বাংলাদেশের রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে আপামর জনসাধারণের কল্যাণে সবসময় পাশে থাকতে পারি। আল্লাহ যেন এই জনগণের প্রত্যাশা কবুল করেন। বাউফল উপজেলার মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বাউফলের অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।