বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আজ ২৫ ডিসেম্বর সোমবার সকালে রাজধানীর ডেমরায় ভিন্ন ধর্মাবলম্বী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার এম.ডি আলী, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, কামারাম মুনির ফুয়াদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আব্দুস সবুর ফকির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়মিত কার্যক্রমের অংশ হচ্ছে ‘মানুষের সেবা করা’। এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো পার্থক্য করি না। অথচ জামায়াতে ইসলামী সম্পর্কে কুচক্রী মহলের পক্ষ থেকে পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হচ্ছে। বিশেষ করে অন্য ধর্মাবলম্বী ভাই-বোনদের কাছে জামায়াত ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশের মানুষের কষ্ট লাঘবে সেবা কার্যক্রম নিয়ে তাদের পাশে আছে। যা দেশবাসী প্রত্যক্ষ করছে এবং স্বীকৃতি দিতেও বাধ্য হচ্ছে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারছে না। শীতকালে ভরপুর সবজির মৌসুম চলছে তবুও বাজারে গিয়ে ২০ টাকার আলু ৮০ টাকা দিয়ে জনগণ কিনতে বাধ্য হচ্ছে। জনগণের উপরে জুলুমতন্ত্র চাপিয়ে দিয়ে আজ পুরো বাংলাদেশকে শোষণ করা হচ্ছে। এ অবস্থা চলতে পারে না, এ অবস্থা থেকে দেশের মানুষের মুক্তির জন্য আগামী ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে ভোট বর্জন করে স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। জনগণের অধিকার আদায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে সমাজের বঞ্চিত, অবহেলিত ও অসহায় মানুষকে সহযোগিতা অব্যাহত রেখেছে। এই শীতে আমরা শীতার্ত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ হতে শুরু থেকেই শীতের পোশাক ও কম্বল প্রদান করে যাচ্ছি। মূলত একাজ পরিচালনার জন্য সর্বপ্রথমে সরকারের এগিয়ে আসা উচিৎ ছিলো অথচ সরকার জনগণের চিন্তা না করে ক্ষমতাকে কুক্ষিগত করতেই ব্যস্ত রয়েছে। তিনি সমাজের বিত্তশালী ও সামর্থ্যবানদের সমাজের এসব অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।